চ্যানেল আইয়ের পিয়ানো লাউঞ্জে শফি মণ্ডল

বিনোদন প্রতিবেদন
কিছুদিন আগে চ্যানেল আইয়ে শুরু হয়েছে ভিন্নধর্মী সংগীতানুষ্ঠান ‘পিয়ানো লাউঞ্জ’। ১০ পর্বে সাজানো এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব প্রচার হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটে। এই পর্বের অতিথি বাউল শিল্পী শফি মণ্ডল।

মাত্র একটি পর্ব প্রচারের মাধ্যমেই অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তা পেতে শুরু করেছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন। তিনি মনে করেন, ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক মানাম আহমেদ তার সংগীত আয়োজনের জাদুকরি উপস্থাপনা দিয়ে প্রতিটি গানকে অনন্যমাত্রায় নিয়ে গেছেন। পুরো অনুষ্ঠানটি ভিডিও পরিচালনা করেছেন হিমেল। প্রতিটি পর্বে শিল্পীদের সেরা ৪টি গান স্থান পাবে।

এ প্রসঙ্গে শফি মণ্ডল বলেন, ‘ শুরু থেকেই বেশ আলোচিত এই অনুষ্ঠানটি। এতে গান গাওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি শ্রোতারা অনুষ্ঠানটি ভালোভাবেই গ্রহণ করবেন।’ এদিকে নিজের নতুন মৌলিক গান তৈরির কাজেও ব্যস্ত আছেন এই বাউল শিল্পী।

Related Articles

Leave a Reply

Back to top button