চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে দেবাশীষ নাথ দেবু সভাপতি এবং আজিজুর রহমান আজিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।

বুধবার রাতে সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে ১১ জন সহ সভাপতি এবং তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, তিন জন সাংগঠনিক সম্পাদক এবং প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘােষণা করা হবে বলেও এতে জানানো হয়।
সূত্র : যুগান্তর

Related Articles

Back to top button