চট্টগ্রাম কাস্টমসের সাবেক কর্মকর্তা হুমায়ুনের ৮ বছর জেল

চট্টগ্রাম ব্যুরো
প্রায় ৭৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে চট্টগ্রাম কাস্টমসের সাবেক এক কর্মকর্তাকে আট বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত; জরিমানা করা হয়েছে এক কোটি টাকা।

সোমবার দুদকের করা এ মামলায় চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মোহাম্মদ হুমায়ুন কবির চট্টগ্রাম কাস্টমসের প্রিন্সিপাল এপ্রেইজার (আমদানি) ছিলেন। তিনি বরিশালের বানারীপাড়া থানার বকুপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, দণ্ডিত হুমায়ুন কবির পলাতক।

তিনি বলেন, দোষী সাব্যস্ত হওয়ায় হুমায়ুনকে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি মামলাভুক্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

“দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় জ্ঞাত আয় বর্হিভূত ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়।“

২০১০ সালের ৭ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

তদন্ত শেষে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন এ মামলায় অভিযোগপত্র দেন ২০১৮ সালের ৬ অগাস্ট।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর

Related Articles

Back to top button