গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ

নিজস্ব প্রতিবেদক
ক্লোজআপ ওয়ান বিজয়ী গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ। স্বামী সানাউল্লাহ নূরে সাগর লন্ডনের লিংকনস-ইনে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন।

আনন্দের এই সংবাদটি ফেসবুকে তার বক্তদের সঙ্গেও শেয়ার করেছেন এই গায়িকা। ফেসবুক পোস্টে সাগরকে ব্যারিস্টার সম্বোধন করে তিনি লিখেছেন, ‘আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব’।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সাগরকে বিয়ে করেছিলেন সালমা। কিন্তু সাগর সে সময় জজ কোর্টের আইনজীবী ছিলেন। পাশাপাশি লন্ডনে ব্যারিস্টারি পড়ছিলেন।

স্বামীকে নিয়ে সালমা আরও লিখেন, ‘এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত! ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’

২০০৬ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় সিরিজে বিজয়ী হন সালমা। তিনি নিজেও এখন আইনের ছাত্রী। সময় দিচ্ছেন শ্বশুরবাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটের মানুষদের। মেয়ের নামে প্রতিষ্ঠা করেছেন সাফিয়া ফাউন্ডেশন।

Related Articles

Back to top button