গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে: মান্না

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, এই সরকারের কাছে দাবি পেশ করে কোনো লাভ হবে না। গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে।

খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার সকালে নয়াপল্টনে গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

এ সময় ভারতের সাম্প্রতিক কৃষক আন্দোলনের কথা তুলে ধরেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। তিনি বলেন, এত বড় নেতা কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং কৃষিঋণ মওকুফ করে দিতে বাধ্য হয়েছেন। অপেক্ষা করুন, দিন আসবে, আমাদের ইনিও (শেখ হাসিনা) ক্ষমা চাইবেন। কিন্তু জনগণ তাকে ক্ষমা করবেন না।’

বিএনপির যেকোনো দলীয় গণতান্ত্রিক কর্মসূচিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন মাহমুদুর রহমান মান্না।

Related Articles

Back to top button