গরু পাচারকাণ্ডে দেবকে তলব করল সিবিআই

বিনোদন ডেস্ক
তৃণমূলের তারকা সংসদ সদস্য দেবকে তলব করলো ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের তদন্তে আগামী ১৫ ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতে বলা হয়েছে সিবিআই দপ্তরে।

সিবিআই সূত্রের খবর, গরু পাচার নিয়ে তদন্ত চলাকালীন সাক্ষীদের কয়েকজনের বক্তব্যে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম উঠে আসে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীরা। সেই কারণেই বুধবার (৯ ফেব্রুয়ারি) তাকে এক সপ্তাহের সময় দিয়ে নোটিশ পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেবের সঙ্গে গরু পাচারকাণ্ডের কী সম্পর্ক তা এখনো স্পষ্ট নয়। সিবিআইয়ের নোটিশেও এ ব্যাপারে কিছু বলা হয়নি।

তবে সূত্রের খবর, গরু পাচারকাণ্ডে যেসব সাক্ষীদের ইতোমধ্যে জেরা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তাদের বক্তব্যেই উঠে এসেছে অভিনেতা ও সংসদ সদস্য দেবের নাম। যদিও দেব এই নোটিশ নিয়ে কোনো মন্তব্য করেননি বা ব্যখ্যা দেননি।

Related Articles

Back to top button