কোটি টাকার বই পুড়ে ছাই নীলক্ষেতে

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নীলক্ষেত মার্কেটে আগুনে পুড়ে ছাই হলো কয়েক কোটি টাকার বই। এতে অনেকেই হারিয়েছেন পুঁজি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে সরেজমিন ঘুরে এই তথ্য জানা গেছে।

রাত ৯টা ৩৫ মিনিটে ব্রিফিংকালে ফায়ার সার্ভিসের ইনসিডেন্ড কমান্ডার লে. কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ থেকে ৩৫টি বইয়ের দোকান।

তিনি বলেন, ‘আগুনের খবর জানার তিন মিনিটের মধ্যে আমাদের প্রথম ইউনিট এখানে চলে এসেছে। ৫০ মিনিটের মধ্যে আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছি। দোকানগুলোতে আগুন সেভাবে ছড়ায়নি। আগুনটা সৃষ্টি হয় দোতলা থেকে। ’

‘২১ ফেব্রুয়ারি ছিল সরকারি ছুটির দিন। মঙ্গলবার নিউমার্কেট এলাকা বন্ধ। আমরা মনে করছি, দোতলায় যারা কাজ করেন, তারা দু’দিন আগে ইলেকট্রিক লাইট অন করে চলে যায়। ফলে আগুনটা ছড়ায়। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের বেশিরভাগই দোতলায় অবস্থিত। একতলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানতে পারবো। ’

ছবি: ডি এইচ বাদল

ছবি: ডি এইচ বাদল

দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত কয়েক কোটি টাকার বই পুড়ে ছাই হয়ে গেছে।

আলম বুকসের সত্ত্বাধিকারী বিল্লাল বলেন, ‘আমাদের দুটি দোকানের সবই পুড়ে গেছে। দুই কোটি টাকার বই মজুদ ছিল। এখন আর কিচ্ছু নেই আমাদের। ’

সরকার বই বিতানের মো. নাসির উদ্দীন বলেন, ‘আমাদের এক কোটি টাকার বই মজুদ ছিল। সবই পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব। কি নিয়ে বাঁচবো জানি না। ’

Related Articles

Back to top button