কিয়েভে রুশ গোলার আঘাতে নিহত ৪

প্রাচ্যবাণী ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার আবাসিক এলাকা ও শপিংমলে গোলার আঘাতে চারজন নিহত হয়েছেন।
সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কিয়েভে নতুন করে হামলায় আরও চারজন নিহত হয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো টেলিগ্রাম নামে একটি চ্যানেলকে জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম চলছে। হামলা স্থলে বড় ধরনের আগুন জ্বলছে।
জরুরি সেবার সরবরাহ করা এক ছবিতে দেখা যায়, উদ্ধারকাজ এখনও চলছে।
যদিও বিবিসি কর্তৃপক্ষের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ হামলার ২৬তম দিন চলছে।
সূত্র : বিবিসি