‘কিয়েভের অর্ধেক লোক পালিয়ে গেছে’

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ান বাহিনীর আগ্রাসনের মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ২০ লাখ লোক শহর ছেড়ে পালিয়েছেন। যা দেশটির রাজধানীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো।
বৃহস্পতিবার কিয়েভের মেয়র এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
ভিতালি ক্লিৎসকো বলেন, শহরের প্রতিটি রাস্তা এবং ভবন এখন এক একটি দুর্গে পরিণত হয়েছে।
তিনি জানান, রুশ বাহিনী এখন শহরটির আরও কাছাকাছি চলে এসেছে। একটি হাইওয়ের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার জন্য ইউক্রেনীয় বাহিনী ও রুশ সৈন্যদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে।
এদিকে জাতিসংঘ বলছে, রুশ আগ্রাসনের মুখে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়া লোকের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, কিয়েভে ২০২১ সালে লোক সংখ্যা ছিল ৩ দশমিক ৫ মিলিয়ন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
সূত্র : বিবিসি