কালোবাজারে বিক্রি হওয়া তিন হাজার কেজি সরকারি চাল উদ্ধার

অনলাইন ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার কেজি চাল কালোবাজারিকালে উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার আওনা ইউনিয়নের নাথের পাড়া এলাকার ব্যবসায়ী জয়েন আলীর বসতবাড়ির ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জয়েন আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। জয়েন আলী নাথেরপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
এস আই সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামে ব্যবসায়ী জয়েন আলীর বাড়িতে অভিযান চালানো হয়।

সেখানে বিভিন্ন প্যাকেটে ১০০টি বস্তার মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার কেজি চাল কালোবাজারে পাচারের জন্য সংরক্ষণ করে রাখে। এসময় থানা পুলিশের আভিযানিক দল কালোবাজারি পাচারের অপেক্ষায় রাখা চালগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে জয়েন আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই কালোবাজারি জয়েন আলী পলাতক রয়েছে।

Related Articles

Back to top button