কাবুল থেকে ২০০ জনকে সরিয়ে আনল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার একটি সামরিক বিমান আফগানিস্তান থেকে ২০০ জনকে নিরাপদে সরিয়ে এনেছে।

রুশ ওই বিমানটি জরুরি ত্রাণ নিয়ে আফগানিস্তান গিয়েছিল। ফেরার পথে রুশ নাগরিক ছাড়াও আফগান শিক্ষার্থী এবং কিরগিজস্তানের নাগরিকরা ছিলেন। খবর আরব নিউজের।

মস্কো যাওয়ার আগে বিমানটি তাজিকস্তান ও কিরগিজস্তানে অবতরণ করে। আফগান ওই শিক্ষার্থীরা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

গত আগস্টের পর থেকে জরুরি ত্রাণ নিয়ে রুশ বিমানগুলো এ পর্যন্ত দেশটির ৭৭০ জন নাগরিককে ফিরিয়ে নিয়েছে।

Related Articles

Back to top button