ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ-বার্সা মহারণ

অনলাইন ডেস্ক

উয়েফা ইউরোপা লিগের প্লে-অফের প্রথম লেগে রোমাঞ্চ ও উত্তেজনায় ঠাসা এক ম্যাচ উপহার দিয়েছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। ন্যু ক্যাম্পে ম্যাচ শেষ হয়েছিল ২-২ সমতায়। ইউরোপার শেষ ষোলো নিশ্চিতের সমীকরণ মেলাতে আজ ফিরতি লেগে মুখোমুখি ম্যানইউ ও বার্সা।

বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ওল্ড ট্র্যাফোর্ডে যে বারুদে এক ম্যাচ হতে যাচ্ছে, সেটা আঁচ করতে পারছেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ, ‘দুই বড় দল মাঠে নামছে। দারুণ পরিবেশে উপভোগ্য ম্যাচই দেখতে পাবেন। তাদের চেয়ে আমাদের পার্থক্য কোথায় সেটা এই ম্যাচে দেখতে পাবেন।’
চোট কাটিয়ে ম্যানইউ শিবিরে ফিরছেন ব্রাজিলীয় তারকা আন্তনি সান্তোস ও ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুয়ের। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ অপরাজিত থেকেই এই ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। যদিও দুই তরুণ শিষ্যকে পাচ্ছেন না জাভি হার্নান্দেজ। পাবলো গাভি ও পেদ্রি গঞ্জালেসকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে কাতালানরা।

Related Articles

Back to top button