এবার ‘টাইটানিক’ ছবির গান গেয়ে ভাইরাল হিরো আলম

বিনোদন ডেস্ক
কয়েকদিন পর পরই নতুন নতুন চমক নিয়ে হাজির হন আলোচিত আশরাফুল আলম (হিরো আলম)। এবার ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।

এবার তিনি কণ্ঠে তুললেন হলিউডের জনপ্রিয় ‘টাইটানিক’ সিনেমার গান। গানের শিরোনাম- ‘মাই হার্ট উইল গো অন’। এর সঙ্গীতায়োজন করেছেন মোমো রহমান। আকাশ নিবিড়ের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হিরো আলম এবং নুসরাত।

নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। টাইটানিক সিনেমা গানগুলো বেশ জনপ্রিয়। তাই ভালোবাসা দিবসে টাইটানিকের গান উপহার দিলাম। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে। ’

চলতি মাসেই বর্তমান সময়ের ভাইরাল ‘পুষ্পা’ গান নিয়ে হাজির হয়েছিলেন হিরো আলম। সেখানে তাকে সাইকেল কাঁধে নিয়ে অভিনয় করতে দেখা গেছে।

Related Articles

Back to top button