এবার চট্টগ্রামে ডা. মুরাদের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো
ঢাকা ও রাজশাহীর পর এবার চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা ভার্চুয়াল টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে হেলাল নাহিদকে (নাহিদ রেইন্স) একই মামলার আসামি করা হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এসএম বদরুল আনোয়ার ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলার আবেদন করেন।

ট্রাইব্যুনালের বিচারক তোফায়েল হাসান মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। পরবর্তী সময় আদালত এ ব্যাপারে আদেশ দেবেন।

এর আগে সকালে ঢাকা ও রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালেও মুরাদ এবং নাহিদের বিরুদ্ধে মামলা করা হয়।

সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মুরাদ। এর পর তার সমালোচনা করেন অনেকেই। এ ছাড়া তার পদত্যাগের দাবিও ওঠে।

এ ছাড়া ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পড়েন ডা. মুরাদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। একই সঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান।

মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০১৯ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি।

Related Articles

Back to top button