একটি বাসায় মিলল ‍৩ জনের লাশ

টাঙ্গাইল (বাসাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি বাসা থেকে নারীসহ ‍তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক শিশুও (০৫) আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলা গ্রাম থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, বসতঘর থেকে শাশুড়ি, ছেলের বউ ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ বছরের এক শিশুকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

Related Articles

Back to top button