উজবেকিস্তানে পালিয়ে যাওয়া ১৭৫ আফগান পাইলট এখন আমিরাতে

অনলাইন ডেস্ক
মার্কিনবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত আফগান বিমানবাহিনীর যেসব পাইলট তালেবানের ক্ষমতা দখলের পর প্রতিবেশী দেশ উজবেকিস্তানে আশ্রয় নিয়ে ছিলেন, তাদের মধ্যে ১৭৫ জন এখন সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন।

আবুধাবির মার্কিন ঘাঁটিতে গত ১২ সেপ্টেম্বার তাদের নিয়ে যাওয়া হয় বলে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর অগাস্ট ফ্লুগার। খবর আরব নিউজের।

উজবেকিস্তানে আশ্রয় নেওয়া ৪৭৫ জন পাইলটের মধ্যে প্রথম ধাপে এদের আবুধাবির মার্কিন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সবাইকে সেখান থেকে যুক্তরাষ্ট্রে পনর্বাসন করা হবে বলেও জানান ওই মার্কিন সিনেটর।

আফগান পাইলটদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারে উজবেক কর্তৃপক্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে।

উজবেকিস্তান জানিয়েছে, তাদের দেশে আশ্রয় নেওয়া আফগান বিমানবাহিনীর ১৬০টি বিমান ও হেলিকপ্টারের মধ্যে ৪৬টি ফেরত চলে গেছে।

বাকি বিমান ও হেলিকপ্টারসহ আফগান পাইলটদের ফিরত পাঠানোর জন্য অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছে তালেবান। কিন্তু পালিয়ে আসা পাইলটরা দাবি করছেন, আফগানিস্তানে ফেরত পাঠানো হলে তাদের হত্যা করবে তালেবান।

Related Articles

Leave a Reply

Back to top button