ইতালি থেকে ৭ বাংলাদেশির লাশ আসবে ৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তীব্র শীতে প্রাণ হারানো ৭ বাংলাদেশি নাগরিকের মৃতদেহ আগামী ৮ ফেব্রুয়ারি দেশে আনা হবে। দুই ভাগে তাদের মরদেহ দেশে আসতে পারে।

প্রথম ধাপে আগামী ৮ ফেব্রুয়ারি মরদেহ পাঠানোর প্রস্তুতি নিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সিসিলির অ্যাগ্রিজেনটো কবরস্থান পরিদর্শন করেন। সেখানে ৭ বাংলাদেশি নাগরিকের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য রাখা হয়েছে।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন অ্যাগ্রিজেনটোর মেয়র ড. ফ্রান্সেসকো মিকিচে, এপালেরমোতে বাংলাদেশের অনারারি কনসাল অ্যাড. ভিনসেঞ্জো ডি টান্টো, মিশনের কাউন্সেলর (শ্রম কল্যাণ) আরফানুল হক, ইতালীয় সাংবাদিক এবং স্থানীয় নেতারা। তারা ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে ভূমধ্যসাগরে মর্মান্তিকভাবে নিহত ৭ বাংলাদেশির আত্মার মুক্তির জন্য প্রার্থনা করেন।

গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় তীব্র ঠাণ্ডায় ৭ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন—মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। মৃত অপর দুই জন হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।

Related Articles

Back to top button