ইউক্রেনের একটি বিমান ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের মেলিটোপোল বিমান ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই বিস্ফোরণের সময়কার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও’র সত্যতা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

স্থানীয় সময় দুপুরে ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বিমানবন্দরের কাছে একটি বড় ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায়, সঙ্গে সঙ্গেই বিকট শব্দের কারণে ক্যামেরা কেঁপে যায়।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের হুমকি-ধামকি আমলে না নিয়ে ইউক্রেনের ডোনবাস অঞ্চলের দোনেস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া। এমনকি সেখানে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য’ সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন। এর পর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া।

এদিকে, ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ। সূত্র: সিএনএন

Related Articles

Back to top button