আ. লীগ নেতা হাফিজুর রহমান স্বপনকে দলীয় পদ থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মুশতাক আহাম্মেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করে দলীয় সভায় বক্তব্য দেওয়ায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপনকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে কেন তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না মর্মে তাকে কারণ দর্শানো হয়েছে। বুধবার (২৯ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন সম্প্রতি গত ১৭ মার্চ সদরের নরুন্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সভায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মুশতাক আহাম্মেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করে বক্তৃতা করেন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামী অবিসংবাদিত রাজনৈতিক ভাবমূর্তির ওপর চরম আঘাত করেছেন তিনি।
এর ফলে জাতির পিতার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগের সুমহান আদর্শিক ঐক্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী হওয়ায় হাফিজুর রহমান স্বপনকে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে কেন তাকে চূড়ান্ত বরখাস্তের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হবে না তা পরবর্তী সাত দিনের মধ্যে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে লিখিত জবাব দেওয়ার জন্য পত্র মারফত নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

একই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকারী জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান তার কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনের বিতর্কিত বক্তব্যের কোনো প্রকার সমালোচনা বা প্রতিবাদ না করায় প্রকারন্তরে তা সমর্থনের সামিল বিবেচিত হয়েছে। এ কারণে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের বিরুদ্ধে গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মতে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে সাত কর্মদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মুশতাক আহাম্মেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করে দলীয় সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সদরের বিভিন্ন স্থানে হাফিজুর রহমান স্বপনকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরেও সদরের জামতলি এলাকায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ শেষে হাফিজুর রহমান স্বপনের কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার রাতে জেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় সদরের বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

Related Articles

Back to top button