আফগানিস্তান নিয়ে ভারতের পর পাকিস্তানে বিশেষ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তান ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কয়েকটি দেশের সঙ্গে বৈঠকের আয়োজন করেছিল ভারত। এর পরদিনই একই ইস্যুতে বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার কাবুল পরিস্থিতি নিয়ে ইসলামাবাদের ডাকা বৈঠকে চীন, রাশিয়ার পাশাপাশি মার্কিন প্রতিনিধিও উপস্থিত থাকার কথা রয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকেও।

বুধবার ভারতের রাজধানী দিল্লিতে আফগান ইস্যুতে আয়োজিত বৈঠকে চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশও অংশ নেয়নি। এমনকি যাদের জন্য এ সম্মেলন সেই আফগানিস্তানের কোনো প্রতিনিধিকে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়নি।

ইসলামাবাদ পৌঁছানোর আগে যুক্তরাষ্ট্রের কাবুল বিষয়ক বিশেষ দূত টমাস ওয়েস্ট টুইট করে বলেন, আমি ইউরোপ এবং এশিয়া সফর শুরু করলাম। আফগানিস্তান নিয়ে আমাদের অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা করব। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একসঙ্গে কাজ করা, যাতে ফল পাওয়া যায়।

Related Articles

Back to top button