আইনমন্ত্রীর ২০ ভাগের একভাগ সময় আমার: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি) গঠন বিল পাসে সংসদে আইনমন্ত্রী আনিসুল হক যেসব কথা বলেছেন, তার প্রতিটির জবাব দেওয়া যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, আইনমন্ত্রীর প্রতিটি কথার জবাব দেওয়া যায়। কিন্তু তার তুলনায় আমার সময় ২০ ভাগের মাত্র একভাগ। তাই তার সব কথার জবাব দেওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, এ দেশে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোনো ক্ষমতা উনার নেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না। আমরা যে কোনো বিষয়ে রাষ্ট্রপতিকে সামনে নিয়ে আসি একটা ইলোশন তৈরি করার জন্য।

Related Articles

Back to top button